প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বিএনপির বৃক্ষরোপণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বিএনপির বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর কাজির দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন। আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মশিউর আলম স্বপন, জাফর আহমেদ, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফসহ মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে বক্তাগণ বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে।

বক্তাগণ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশ বান্ধব উন্নয়নের পক্ষে। তাহার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email