চাঁদা দিতে অস্বীকৃতি, চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিক হত্যা

চাঁদা দিতে অস্বীকৃতি, চট্টগ্রামে ছুরিকাঘাতে গ্যারেজ মালিক হত্যা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলা হয়েছে। রবিবার রাতে বলাকা আবাসিকের বিপরীতের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে যাওয়া মো.আকবর বলেন, ‘গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালাম সহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email