চন্দনাইশে ঈগল বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩ আহত ৭

চন্দনাইশে ঈগল বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-৩ আহত ৭

চট্টগ্রামের চন্দনাইশে ঈগল পরিবহনের সাথে দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ৭জন যাত্রী। সোমবার ( ১৫ই সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের মামা ভাগিনা মাজারের সামনে পাঠানীপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ৫নং ওয়ার্ডের করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম (৭৫), মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার (৪৫) ও ময়মনসিংহ জেলার মোঃ শরিফ (২৬)। আহতরা হলেন, জুকুম বাহার (৫০), জাকের হোসেন (৬৫), মাহাবুব (৪০), মারুফ (২৪),পলাশ (২৪),বেবি মোক্তার এবং মোঃ রহিম। স্থানীয় সূত্রে জানা যায় নাম্বারবিহীন দুইটি সিএনজি যাত্রী নিয়ে আসার পথে পাঠানীপুল এলাকায় পৌছালে কক্সবাজারগামী ঈগল ওয়ান বাসটি বেপরোয়া গতিতে ছুটে এসে সিএনজিকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে এতে সিএনজি চালক ও যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ব‍্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঈগল মিনিবাসটিকে জব্দ করা হয়েছে। এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বেপরোয়া ভাবে ঈগল মিনিবাস চালানোর দায়ে আরো ৩ টি গাড়ি জব্দ এবং ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email