
চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ১৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে নিয়মিত সভা অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়–য়ার পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম। রোটারি ইন্টারন্যাশনালের ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর মাস হল মৌলিক শিক্ষা এবং সাক্ষরতার মাস। সভায় উপস্থিত সিনিয়র রোটারিয়ানবৃন্দ সাক্ষরতা মাস উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রজেক্ট করার তাগিদ দেন। আজাদী পত্রিকায় প্রকাশিত সংবাদ (২০ মে ২০২৫) ‘লোহা খুঁজতে কর্ণফুলীতে ডুব দিয়ে তিনি এখনো উঠেননি’ তাঁর পরিবারের সদস্য শামসুন নাহারকে মানবিক প্রজেক্টের আওতায় স্বাবলম্বীকরণ করার জন্য একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। জয়েন্ট প্রজেক্টে অগাস্ট মাসে লোহাগড়া উপজেলার ১৫০০ স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণে ভূয়সী প্রশংসা করেন ক্লাব সদস্যবৃন্দ। নিয়মিত সভায় উপস্থিত ছিলেন পিপি এইচ এম ফেরদৌস, চ্যার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, সেক্রেটারী পিপি মোহাম্মদ আরমান, পিপি মুহাম্মদ সাজিদুল হক, আইপিপি জাহেদুল ইসলাম, ক্লাব সদস্য কুমার সুইচিং প্রুরু। এছাড়া আরও উপস্থিত ছিলেন জোবাইদা বেগম এক্স রোটার্যক্টর মোঃ ইলিয়াস চৌধুরী ও এহসান মাহমুদ আলম।