চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সরকারি-বেসরকারি সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এ নগরী। তাই পরিকল্পিত উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ ও উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা ছাড়া চট্টগ্রামকে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর ও প্রাকৃতিক সম্পদ এই নগরীকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করেছে। তবে সমন্বিত প্রচেষ্টা, দক্ষ ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এই সম্ভাবনা কাজে লাগানো যাবে না।
সোমবার (১৫ই সেপ্টেম্বর) নগরীর কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে “এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া।
মেলা আয়োজক সূত্রে জানা গেছে, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নিয়মিতভাবে বিভিন্ন মেলা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১৮ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, চীন ও ইরানসহ বিভিন্ন দেশের উদ্যোক্তা-ব্যবসায়ীরা অংশ নিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. ইসহাক মিয়া , মো. তানভীর আহমেদ, মো. ইসহাক মিয়া ,মো. শহীদুল ইসলাম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email