বিএনপি নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার আহবান – এস এম ফজলুল হক

বিএনপি নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার আহবান - এস এম ফজলুল হক

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই, জনগণের আকাঙ্খা পূরণে সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন হবে। সকল ভেদাভেদ এবং ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করে সামনের নির্বাচন মোকাবেলার প্রস্তÍুতি নিতে ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা ঝাপিয়ে পড়তে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে বিএনপি নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার আহবান জানান। আজ ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় ৩৮, পাঁলাইশস্থ শহর কার্যালয়ে হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিন মাদার্শা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এস এম ফজলুল হক এ কথা ব্যক্ত করেন।
ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, লায়ন হারুন অর রশীদ চেয়ারম্যান, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার।
ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাবুল, আবুল হোসেন, মোঃ এয়াকুব সওদাগর, মোঃ সিরাজুল ইসলাম, রহমত উল্লাহ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইউসফ, মোঃ সাহেদ হোসেন , মোঃ ইলিয়াছ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম, মোঃ বাবলু, মোঃ সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রাশেদ, বাবলু, ওমর, মানিক, মোহাম্মদ সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের, মোহাম্মদ রিয়াদ, বেলাল উদ্দিন, ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা মোঃ মিজান, মোহাম্মদ আকবর, মোঃ নওশাদ, ফরহাদ, মোরশেদ, শাওন, রায়হান, মারুফ, বাবু, সাব্বির হোসেন, সামির, এম এ হান্নান, মাওলানা মুহাম্মদ ইকবাল, মোঃ ইকবাল প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email