মেয়াদোত্তীর্ণ মিষ্টির অভিযোগে বিক্রির ফুলকলিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ মিষ্টির অভিযোগে বিক্রির ফুলকলিকে জরিমানা

নগরের চকবাজারে ফুলকলি’র একটি শাখায় মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার আরও দুইটি প্রতিষ্ঠানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চকবাজার মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরিস ফুড নামক একটি রেস্টুরেন্টে কাঁচা মাছের সঙ্গে রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন বালি আর্কেড শপিং মলে অবস্থিত ফেয়ারি নামক একটি দোকানে বিএসটিআই নিবন্ধন ছাড়া নিষিদ্ধ রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি এবং আর্ট অফ পিয়া নামক আরও একটি প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার জরিমানা করা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email