চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধর সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ লর্ড এলাহাবাদ হাইফমারা সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বান্দরবান জেলার
চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসি’র ছেলে লকু-ম, অক্ষয় সিং এর ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅ এর ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপ্রু।

এ সময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড এ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া চন্দনাইশ আর্মি
ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাকাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সহযোগিতায় পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটককৃতদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email