
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের গণমানুষের নেতা আলহাজ্ব শামসুল আলমের পক্ষ থেকে ৩৪নং পাথরঘাটা হরেশ চন্দ্র মুন্সেফ লেইন ঐহিত্যবাহী সার্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গণে গত ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় সনাতনী মা-বোনদের মাঝে শারদ বস্ত্র বিতরণ করা হয়। পূজা মন্ডপের সভাপতি শ্রী দীপঙ্কর দাশ গোপাল’র সভাপতিত্বে ও সহ-সভাপতি দেবাশীষ পংকজ’র সঞ্চালনায় উক্ত শারদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শাহ্ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য আবু মোহাম্মদ ফিরোজ, আসিফ ইকবাল জনী, মুহাম্মদ শফিক খান, মোঃ দিদার, মুহাম্মদ খোরশেদ, পাথরঘাটা বি-ইউনিট বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়া, নেতা মুহাম্মদ ইউনুস হাওলাদার, ওয়ার্ড যুবদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ফয়সাল, শ্রমিক দল নেতা মোঃ ইউনুস, মুহাম্মদ আকবর, মুহাম্মদ আকতার প্রমুখ। এসময় প্রধান অতিথি ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, সার্বজনীন শারদীয় দূর্গোৎসব পালনে সকলকে ধর্ম নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অতীতের চেয়েও বর্তমানে সময়ে নির্ভয়ে নিবিঘ্নে পূর্ণার্থীরা পূজা সম্পন্ন করতে পারবে।