বিএনপির চিন্তাধারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া – শাহীদুল ইসলাম চৌধুরী

বিএনপির চিন্তাধারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া – শাহীদুল ইসলাম চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মূল চিন্তাধারা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় এবং পূজা আয়োজকদের হাতে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “বাংলাদেশের সকল নাগরিকের পরিচয় একটাই— আমরা সবাই বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই।”
তিনি আরও বলেন, “দুর্গা উৎসবে আপনাদের ধর্মীয় চেতনা হলো অসুরকে দমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয়। এই চেতনা আপনারা ধারণ করেন এবং বিশ্বাস করেন। নির্বিঘ্নে আপনাদের উৎসব পালনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

আগামী দিনের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সকল নেতিবাচকতা ও অশুভ শক্তিকে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে একটি সত্য, সুন্দর, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদরের যুগ্ম সম্পাদক এম এম হারুন, যুবদল নেতা মাহমুদুল হক রকি, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন, আজম, সদস্য সচিব কামরুল আলম, যুবদল নেতা আমজাদ বাবু, মেজবাহ উদ্দিন,
বিএনপি নেতা নিজাম সওদাগর, সালমান,
উপজেলা জাসাসের সদস্য সচিব মাসুম বিল্লাহ,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাউছার উদ্দিন বাবু, সাবেক ছাত্রদল নেতা সরোয়ার হোসেন জনি, বিএনপি নেতা শাহরিয়ার, সোহেল, লাতু মেস্ত্রী, ছাত্রদলের মিনহাজসহ বিভিন্ন ইউনিয়নের  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email