আপনারা হয়তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন না : প্রভা

আপনারা হয়তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন না : প্রভা

বিনোদন জগতে তারকাদের নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও শেয়ার করলেই শুরু হয়ে যায় নানামুখী আলোচনা, যার মধ্যে নেতিবাচক মন্তব্যও থাকে প্রচুর।

সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ঘুরতে যাওয়ার কিছু রিলস দেখেও একই ধরনের মন্তব্য আসতে শুরু করে।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলে, ‘আয়ের উৎস কী? পাশাপাশি কীভাবে তিনি এত জায়গায় ঘুরতে যান। বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন।

তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।’

তাদের শিক্ষাগত যোগ্যতা বেশি হওয়ার কারণে ছোটবেলা থেকেই তারা প্রভাকে ঘুরতে নিয়ে যেতে পছন্দ করতেন। অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’

 

নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোন কিছুই, কোন অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’ প্রভা মনে করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামারাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই নয় অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়।

তার কথায়, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরো বেশি করে দেখাবো যাতে করে ওদের মনে না হয় যে, কারো মানে কারও পয়সাতে যে ঘুরতে যাই না।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email