চন্দনাইশে শীতকালীন শাকসব্জি চাষে কৃষি প্রনোদনা পেলেন ৭’শ জন কৃষক

চন্দনাইশে শীতকালীন শাকসব্জি চাষে কৃষি প্রনোদনা পেলেন ৭'শ জন কৃষক

চট্টগ্রামের চন্দনাইশে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ৬ অক্টোবর ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য প্রণোদনার আওতায় ৩’শ ৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/শসা’র যে কোনো একটি বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখবে ও উৎসাহ যোগাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আজাদ হোসেন।

এ ছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email