
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেককেই নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, গাড়ি চালকদের নির্ধারিত গতি সীমা অনুসরণ এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নিয়ম কঠোরভাবে মানলে দুর্ঘটনা কমবে, সড়ক হবে নিরাপদ।
সমাবেশে নিরাপদ সড়ক চাই নগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক কবি অভিক ওসমান, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, মাঝির ঘাট ট্রাক মালিক সমিতির সভাপতি এম এ মুছা বাবলু, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ হাকিম আলী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।







