মোহরা পাইলট একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোহরা পাইলট একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রামের মোহরা পাইলট একাডেমীর উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৩১ অক্টোবর) সারাদিন ব্যাপী মোহরা ওয়ার্ড কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ফরিদ আহমদ মেম্বার। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলীর মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, প্রধান বক্তা ছিলেন আল আকসা একাডেমীর পরিচালক, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পশ্চিম মোহরা বায়তুস সালাম জামে মসজিদে খতিব মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম আল কাদেরী। মোহরা পাইলট একাডেমীর পরিচালক, অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকিৎসক ও সমাজসেবক মো. শাহজাহান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু, মোহরা পাইলট একাডেমীর উপদেষ্টা ও চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসাইন মো. মাসুম, মোহরা পাইলট একাডেমি উপদেষ্টা মো: শওকত হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. বখতেয়ার শরীফ, অভিভাবক প্রতিনিধি মিসেস আসমা বেগম।
একাডেমির শিক্ষক আয়শা আকতার ও অথৈ বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন শিক্ষক নাতাশা মহাজন, সেতু আক্তার, আখি দাশ, সোমা আকতার, কাঞ্চন বড়ুয়া হৃদয়, তৌহিদুল ইসলাম, শিক্ষার্থী মোহাম্মদ সানজিদ, সুমাইয়া নুসরাত প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ উপস্থাপনার মাধ্যমে অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এই বার্ষিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। নৈতিক শিক্ষা ও সুশিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email