কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায় : রাবিনা

কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায় : রাবিনা

অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন বলিউডের একসময়ের জনপ্রিয় তারকাজুটি। তাদের খ্যাতি ভারত ছাড়িয়ে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিল। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়িয়েছইল। পরে ভেঙে যায়, কিন্তু এ পর্যন্ত কখনো পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলেননি রাবিনা। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

‘মোহরা’ছবির শুটিংয়ে অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়া নিয়ে গুঞ্জন ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়। কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি।

রাবিনাকে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, কেন তাদের সম্পর্ক নিয়ে এখনো আলোচনা হয়। উত্তরে রাবিনা জানান, আমি অনেক আগেই সেসব ভুলে গেছি। কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম।

আরও পড়ুন
এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

তিনি আরও বলেন, অক্ষয়ের সঙ্গে যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবেই গল্প হয়। সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা—সেটা নিয়েও এখনো লোকের মাথাব্যথা কেন? সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কারণ কী বুঝলাম না।

ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন রাবিনা। এ বছরই বলিউডে পা রেখেছেন তাদের মেয়ে রাশা থাডানি। আর অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন। তবে দীর্ঘ বিরতির পর রাবিনা ও অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের একটি ছবির মাধ্যমে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email