রমিকদের দাবি আদায়ে বিএনপি’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে–ইসরাফিল খসরু

রমিকদের দাবি আদায়ে বিএনপি' নিরলসভাবে কাজ করে যাচ্ছে--ইসরাফিল খসরু

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু সদরঘাটে ৩০ নম্বর ওয়ার্ড ঘাট ও গুদাম শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন বিএনপি গণমানুষের দল।মেহনতি মানুষের দাবি আদায়ে বিএনপি’ সবসময় শ্রমিকদের পাশে ছিল, তাদের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের দাবির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবে।
তিনি আর বলেন, যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল, দেশে স্থিতিশীলতা আসবে। দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
শ্রমিক দল নেতা সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন,মশিউল আলম স্বপন, শ্রমিকদল নেতা ইব্রাহিম হোসেন ফরাজী, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, খোরশেদ আলম। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব তসলিমুর রহমান সহ প্রমুখ।
পরে জনাব ইসরাফিল খসরু পোর্টলোনিতে নির্বাচন উঠোন বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, কোন মতভেদ থাকলে ভুলে যাবেন,সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা ইসমাইল খান, শ্রমিক দল নেতা হুমায়ুন কবির বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email