রাউজানের প্রবীন বিএনপি নেতা জাগের আহমদ আহমেদ মেম্বারের ইন্তেকালে

রাউজানের প্রবীন বিএনপি নেতা জাগের আহমদ আহমেদ মেম্বারের ইন্তেকালে

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জাগের আহমেদ মেম্বার (৮৫) ইন্তেকাল করেছেন । তিনি গতকাল ১৫ নভেম্বর শনিবার রাত ৮টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে ৬ পুত্র সন্তান, নাতী-নাতনীসহ আত্নীয় স্বজন রেখে গেছেন।
তিনি পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ছিলেন এবং সামাজিক সংগঠন ও পশ্চিম গুজরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নেতৃত্বে দেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের খলিল হাজীর বাড়ীতে জন্মগ্ৰহণ করেন।
মরহুমের আত্নার মাগফিরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, মোহাম্মদ ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার ও উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email