ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিবছর মুসলিম বিশ্বে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদের সঠিক দিন নির্ধারিত হলেও, আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে আগাম ধারণা পাওয়া যায়।

সেই ধারাবাহিকতায় জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হতে পারে। খবর গালফ নিউজের।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে।

তার হিসাবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। মাসটি ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। আর রমজান ৩০ দিনে পূর্ণ হলে আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, রমজানের ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে।

এ কারণে দেশটির বাসিন্দারা ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত চার দিনের ছুটি পেতে পারেন। এরপর সোমবার থেকে স্বাভাবিক কর্মদিবস শুরু হবে।

ঈদুল ফিতর ইসলামি ক্যালেন্ডারের অন্যতম বড় উৎসব। এ দিন ভোরে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উদযাপন শুরু হয়, এরপর পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, দান-সদকা ও নানা সামাজিক উৎসবের আয়োজন চলে সারাদেশজুড়ে।

সবকিছু পূর্বাভাস অনুযায়ী মিললে শাওয়ালের প্রথম দিন এবং ঈদুল ফিতর হবে ২০ মার্চ ২০২৬। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে চূড়ান্ত ঘোষণা দেবে ইউএই মুন-সাইটিং কমিটি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email