
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু.আব্দুল্লাহ আল মুমিন, ডিসি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, যুগ্ম সচিব ড. এইচ এম মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব,হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহেদ মাহমুদ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, চিত্রাঙ্কন, ম্যারাথন, প্রীতি ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, বিনামূল্যে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।







