
প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা। বাবা চলচ্চিত্রের মানুষ হওয়ায় অভিনয়ের সঙ্গে তার সখ্য ছোটবেলা থেকেই। অভিনয়ের পাশাপাশি গান ও উপস্থাপনা করেন ঐন্দ্রিলা।
ক্যারিয়ারে একাধিকবার অভিনয়ে বিরতি নিয়েছেন। অভিনয়ে আগ্রহী হলেও মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। তবে বর্তমানে উপস্থাপনায় ব্যস্ত সময় কাটছে তার।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুই ঘর’। অনুষ্ঠানটি কিছু দিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার বিটিভিতে দেখা যায় আয়োজনটি। এটিই উপস্থাপনা করছেন তিনি।
এসব প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, এ মুহূর্তে বিটিভির আমাদের রসুই ঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দুবার অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব তাই আমাকে এ অনুষ্ঠানের জন্যই বেশ সময় দিতে হয়। বাকি সময় নিজের জন্য, সংসার-সন্তানের জন্য দিতে হয়। তবে যেহেতু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে আমার ভালো লাগে তাই উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দ্যে করি।
অভিনয় নিয়ে ঐন্দ্রিলা বলেন, অভিনয়ের প্রতি আমার আগ্রহ অনেক। ভক্ত-দর্শকের কাছ থেকেও অনুরোধ আসে অভিনয় করার। তবে ব্যাটে-বলে মিলছে না। ভালো গল্প-চরিত্র পেলে অভিনয়ে ফিরব।
ঐন্দ্রিলা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক জনপ্রিয় নাটক প্রযোজনা করেছেন। বাবা বুলবুল আহমেদকে নিয়ে একটি সিনেমা নির্মাণের ইচ্ছা তার অনেক দিনের। সব ব্যস্ততার ফাঁকে সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছেন।







