
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘ইসলামপুরে মধ্যে গত দেড় বছরে কমপক্ষে ২০ টি ঘর আগুনে পুড়ে গেছে। আর এই জিনিষটা আমরা বারবার করে বলে এসেছি যে, আমাদের জোর দাবি উত্তর রাঙ্গুনিয়ার জন্য একটা আলাদা ফায়ার সার্ভিস দরকার আছে।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নে শায়ের মুহাম্মদ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, নির্বাচনের ফলাফল যেটাই হোকনা কেন, নির্বাচিত যেই হোকনা কেন, এই ফায়ার সার্ভিস যেন হয়ে যায়। কারণ এখানের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভবিষ্যতে আরও হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বর্তমান সরকারকে অনুরোধ করবো, এখনো সময় আছে আপনারা যদি চান উদ্যোগ নিয়ে উত্তর রাঙ্গুনিয়ার একটি ফায়ার সার্ভিস করে দিতে পারেন। আর যদি সম্ভব নাহয়, আশাকরি সামনে যারা সরকার গঠন করবে, তাদের কাছে এটা আমার পক্ষ থেকে জোর দাবি থাকবে।
নির্বাচনী ইশতেহারে ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের প্রতিত্তোরে তিনি বলেন, ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি নির্বাচনের সাথে লিংক করাটা ঠিক হবেনা। ফায়ার সার্ভিস স্থাপন করাটা শুধু এখানকার মানুষের দাবি নাহ্, এটা উত্তর রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের দাবি।
উত্তর রাঙ্গুনিয়ায় হাসপাতাল নির্মাণের বিষয়ে সাংবাদিকের অপর প্রশ্নের প্রতিত্তোরে হুমাম কাদের চৌধুরী বলেন, “প্রাইমারি হেলথ্ কেয়ার সার্ভিস” নিয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা ডিসিশন নিয়েছে। এটা সারা বাংলাদেশে হবে। এ বিষয়ে ব্যাক্তিগতভাবে কিছু বলতে প্রস্তত নাহ্। তবে রানীরহাটে আমাদের পরিবারের পক্ষ থেকে ছোটখাটো উন্নতমানের একটি ডায়াগনস্টিক সেন্টার হতে যাচ্ছে। ওটা দিয়ে কিছুটা যদি আমরা পেসার রি-লিভ করতে পারি, তাহলে আশাকরি আমাদের সর্বোচ্চ চেষ্টা ওখানে থাকবে।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রান্না ঘরের চুলার আগুনে ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শায়ের মোহাম্মদ পাড়ার মো. রফিক, মাসুদ ও রেজাউল করিমের ৩টি বসত ঘর আগুনে ভস্মীভূত হয়।এসময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।







