শিশু বাগ স্কুলের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

শিশু বাগ স্কুলের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

শিশু বাগ স্কুলের বার্ষিক ফলাফল, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ ডিসেম্বর সকালে নগরীর একটি কনভেনশন হলে স্কুল প্রধান শিক্ষক মুসাররাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, সিনেট মেম্বার প্রফেসর ড. সুলতান আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান। ছাত্র-ছাত্রীদের মধ্য কর্পোরেট ব্যক্তিত্ব লেখক, শিক্ষাব্রতী মুহাম্মদ মহসীন চৌধুরী। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক নুসরাত জাহান। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বাগ স্কুলের পরিচালক তাহসিন আহম্মদ। যৌথভাবে অনুষ্ঠান সাঞ্চলনা করেন রুমান সাবরিন ও অনন্যা বিশ্বাস।এতে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক জান্নাত সুলতানা, উদীচী রায় চৌধুরী, পায়েল দাশ, তানজিনা আরেফিন, সুরাইয়া জান্নাত, জেসমিন খানম, সুমাইয়া জাহান, মোঃ কামরুল হাসান ও শামীম আক্তার। অনুষ্ঠানের প্রারম্ভে স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে স্কুলের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক প্রিন্সিপাল সামশুদ্দিন মুহাম্মদ ইসহাকের স্মরণে আতœার মাগফিরাত কামনা করে দোয়া করেন। স্কুলের শ্রেণীভিত্তিক ফলাফলে কৃতী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করা হয়। পরে স্কুল শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্যে অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি করেন। সভায় প্রধান অতিথি চ.বি সিনেট মেম্বার প্রফেসর ড. সুলতান আহমেদ বলেন শিক্ষিত জনশক্তি ও দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শিশু-কিশোরদের আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান করা আবশ্যক। বিশেষ অতিথি প্রফেসর মোঃ আবুল হাসান বলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া দরকার। লেখক, শিক্ষাব্রতী মুহাম্মদ মহসীন চৌধুরী বলেন জ্ঞান চর্চা ছাড়া মুক্তি অসম্ভব।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email