মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

অদ্য ২৪ ডিসেম্বর ২৫ দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ হুমায়ুন কবির ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email