এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে তিনি বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

দুপুর সোয়া ১টার দিকে তারেক রহমান এনআইডি নিবন্ধনের জন্য নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেন। এর আগে তিনি অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে ছবি তোলাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করে আজ আমাদের কাছে এসে বায়োমেট্রিক তথ্য দিয়েছেন। এখন আমাদের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাঁর তথ্য সার্ভারে যাচাই করবে। যদি কোনো তথ্যের অমিল না পাওয়া যায়, তবে পরবর্তী ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এনআইডি নম্বর তৈরি হবে।

মহাপরিচালক আরও জানান, এনআইডি জেনারেট হওয়ার পর তারেক রহমানের মোবাইলে এসএমএস যাবে। এরপর তিনি অনলাইন থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা কমিশন থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার হওয়া তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকা এবং এনআইডি থাকা বাধ্যতামূলক। ইসিতে তাঁর এই নিবন্ধন সম্পন্ন হওয়ার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের আইনি পথ আরও সুগম হলো।

উল্লেখ্য, আজ সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার পর দুপুর ১টার দিকে তিনি নির্বাচন কমিশনে পৌঁছান। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email