এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হচ্ছে আজ। সারা দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই বাছাই প্রক্রিয়া শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে– সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রোববার (৪ জানুয়ারি)। রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের সার্বিক চিত্র তুলে ধরবে।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। প্রাপ্ত আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা সেখানে বসে আপিল শুনানি শেষে রায় দেবেন।
ইসি জানিয়েছে, ঢাকার ২০টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৮১ জনের এবং একজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থী ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকার ১ থেকে ১৫ নম্বর আসনের মধ্যেই অন্তত ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আপিল প্রক্রিয়ায় কোনো প্রার্থীর প্রতি অবিচার হলে তা সংশোধন করা হবে। রিটার্নিং কর্মকর্তারা যেসব কারণে মনোনয়ন বাতিল করেছেন, আপিলে সেগুলোর যৌক্তিকতা যাচাই করা হবে। যদি দেখা যায় বাতিলের কারণ সঠিক নয়, তাহলে আইন অনুযায়ী মনোনয়ন গ্রহণ করা হবে।







