বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের নেত্রী-বক্কর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের নেত্রী-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন কিন্তু কখনো আপোস করেননি। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের নেত্রী।

তিনি মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে নগরীর জিপিও চত্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বাংলা‌দেশ পোস্টম‌্যান ও নিম্ন বেতন‌ভোগী কর্মচারী ইউ‌নয়নের উদ্যোগে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে খতমে কুরআন পড়ানো হয় এবং বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি অফিস সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।

আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে সংগ্রাম করে গেছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। চলমান সময়ে দেশনেত্রীর নেতৃত্বে পুরো দেশ এক কাতারে চলে এসেছে। তাঁর এই নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যুতে পুরো দেশের মানুষ শোকাহত।

কর্মচারী ইউ‌নয়ন কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি এস এম শহীদ ইকবালের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন শ্রমিক দল কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক কাজী শেখ নূর উল্লাহ বাহার, বি‌শেষ অ‌তি‌থি ছিলেন ডাক বিভাগ পূর্বাঞ্চলের অ‌তি‌রিক্ত পোস্টমাস্টার জেনা‌রেল ড. মো. নিজাম উ‌দ্দিন, চট্টগ্রাম জি‌পিওর সি‌নিয়র পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক হারুন জামান, আবদুল মান্নান, মহানগর স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক বেলা‌য়েত হো‌সেন বুলু, মহানগর বিএন‌পি নেতা মোহাম্মদ আলী, শ্রমিক দল কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক স.ম জামাল উ‌দ্দিন, বাংলা‌দেশ রেলও‌য়ে শ্রমিক দ‌লের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এড. এম আর মনজু। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দ‌লের সহ সভাপ‌তি শা‌হে‌নেওয়াজ চৌধুরী, হকার্স শ্রমিক নেতা জ‌সিম মিয়া, আ‌নোয়ার হো‌সেন, আবদুল বা‌তেন, পোস্ট মাস্টার ট্রেজারী মো. আলম ক‌রিম, কর্মচারী ইউ‌নয়ন কেন্দ্রীয় ক‌মি‌টির কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক আফসার উ‌দ্দিন শিপন, সহ সাধারন সম্পাদক জা‌কির হো‌সেন, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত‌্য জেলা শাখার নেতা ব‌দিউল আলম, মনিরুল আলম মোল্লা, আবদুল ক‌রিম, মাঈন উ‌দ্দিন, জামাল উ‌দ্দিন, ইমাম উদ্দিন, পার‌ভেজ আলম, মাহাবুব আলম, তমাল কা‌ন্তি দাশ, ম‌বিনুল হক, শাহাদাত হো‌সেন, মো. আলগীর, মো. আকবর হো‌সেন, মো. শাহ জাহান, মো. বক‌তিয়ার, তরুন দত্ত প্রমূখ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email