নবাগত জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সাথে কাপ্তাই উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় 

নবাগত জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সাথে কাপ্তাই উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময় 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ
২৭শে জুলাই দুপুর ১২টায় রাঙ্গামাটিতে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান কাপ্তাই উপজেলায় আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ‍্যোগে উপজেলা নির্বাহী অফিসার রুমান দে র সভাপতিত্বে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এর উপস্থাপনায় কাপ্তাই উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস‍্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ,চন্দ্রঘোনা থানা ইনচার্জ সফিউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা , কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মাহফুজ আলম, কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধা কমন্ডার শাহাদাত হোসেন সহ উপজেলার সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিওকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি ও গণ্য মান্য ব্যক্তিবর্গরা। উক্ত মত বিনিময় সভাই বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংচুইছাইন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মাহফুজ আলম, ও সাংবাদিক মোশারফ হোসেন, চন্দ্রঘোনা থানা ইনচার্জ সফিউল আজম, হেডম্যান অরুণ তালুকদার, খ্রিস্টান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,, মোঃ শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইউচুফ তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পরিচিতি হন। পরিচিতি পর্ব শেষে তিনি সকলকে জনগণের সেবা করার মন-মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email