গাউসিয়া কামিটি রাউজান ফকির তকিয়া শাখায় কৃতি শিক্ষার্থী সংম্বর্ধনা

গাউসিয়া কামিটি রাউজান ফকির তকিয়া শাখায় কৃতি শিক্ষার্থী সংম্বর্ধনা

চট্টল সময় ডেক্স ঃ

গাউসিয়া কামিটি রাউজান ফকির তকিয়া শাখা এস এস সি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংম্বর্ধনা দিয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল খানকায় শরীফে গত শনিবার অনুষ্ঠিত এই সংম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা জামাল উদ্দিন।

অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উত্তর শাখার সভাপতি চেয়ারম্যান বি, এম জসিম উদ্দিন হিরু।

বক্তব্য রাখেন এডভোকেট শাহেদ উল্ল্রাহ জনি, মাওলানা সাইফুল আলম নিজামী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকি, সাজ্জাদ হোসেন চৌধুরী, ইমতিয়াজ জামাল নকিব, মঈন উদ্দিন জামাল চিশতি প্রমুখ। এস এস সি পুিরক্ষায় জিপি, এ, -৫ পাওয়ায় তাকে সহ রাউজান সুরেশ বিদ্যায়তন থেকে এস এস সি পরিক্ষায় উর্ত্তিন ও দাখিল পরিক্ষায় উর্ত্তিন রাউজান মহিলা মার্দ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email