সহকর্মীর সঙ্গে পরীমণির খুনসুটি

সহকর্মীর সঙ্গে পরীমণির খুনসুটি

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি একদিন গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিলেন একজন বিশেষ ব্যক্তি। এসময় নায়িকা তার সঙ্গে থাকা সেই ব্যক্তির হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে ভিডিও করেন এবং ক্যাপশনে লেখেন, ‘হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।’ ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমণি জানান, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’!

পরীমণির অতীতের এই ঘটনা ফের উঠে আসার কারণ, এই একই ব্যক্তিকে নিয়ে ফের আলোচনায় নায়িকা। সেই ব্যক্তি আর কেউ নন, পরীমণির সহকর্মী, কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেন। এই নায়িকা যেখানেই যান, সেখানেই প্রিয় এই সহকর্মীকে সঙ্গে রাখেন।

সম্প্রতি পরীমণি তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে এক জমকালো আয়োজন করেন। সেখানে গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরীমণি। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিলো, অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করে।

এমন আবহের মাঝে সম্প্রতি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান পরীমণি। সেখানে আলাদা করে গোলাম হোসেনের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেন পরীমণি। লেখেন, ‘ঘোরাঘুরি।’

কিন্তু এরপরই এই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে আলোচনায় চলে এলেন পরীমণি। কারণ সেখানে তাদেরকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ভাই।’

পরীমণি ও গোলামের খুনসুটির এমন ভিডিও দেখে যদিও নেটিজেনরা নানা তীর্যক মন্তব্য ছুঁড়েছেন। বিশেষ করে ভাই সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি নেটিজেনদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email