জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ: তামান্না ভাটিয়া

কিছু দিন আগেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ভেঙেছে ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এর আগেও কয়েকটি সম্পর্ক ছিল এই নায়িকার।

তবে এখন তিনি একাকী। কিন্তু তামান্না মনে করেন, তার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন।

টানা দু’বছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমারা এই নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল তাদের। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন তারা।

টানা দু’বছর প্রেমে থাকার পরে সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি অভিনেতা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনও কথা বলেননি এখনও।

সম্প্রতি এক অনুষ্ঠানে তামান্না বলেন, আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানা ভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই মহিলারা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়।

সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। ওরাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email