নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে ব্লকেড-বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে ব্লকেড-বিক্ষোভ

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করেছে দলটির ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা বিক্ষোভ করছেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে বেশকিছু যুবক ষোলশহর মোড়ে অবস্থান নিয়ে আছেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে এবং ট্রাফিক পুলিশের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থানে আছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হওয় সেজন্য আমরা সজাগ আছি।

এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে নুরসহ তার দলের নেতাকর্মীরা যৌথবাহিনীর লাঠিপেটায় আহত হন। গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email