
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশজুড়ে মোতায়েন রয়েছে যৌথবাহিনী।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৩১ আগস্ট) পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), পার্কভিউ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক, আর ২ জন আইসিইউতে রয়েছেন।
সংঘর্ষের একপর্যায়ে অফিস আদেশের মাধ্যমে ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর বিকেল ৪টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে সংঘর্ষ থামে।
পড়েছেনঃ ৪১