
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সেটি ফেব্রুয়ারির আগে থামবেনা। কোন দলের স্টেশনে গিয়ে ট্রেন থামবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। অনেকে নানাভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। পতিত আওয়ামী লীগও বসে নেই। নানানভাবে ষড়যন্ত্রের জাল বুনছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, ষড়যন্ত্র করে নির্বাচনের এ যাত্রা থামানো যাবে না। বিএনপির একমাত্র শক্তি হচ্ছে জনগণ। কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ১৭ বছর ফ্যাসিস্ট এর বিরুদ্ধে লড়েছি। সে লড়াইয়ে জনগণের বিজয় অর্জিত হয়েছে। ভোটের লড়াইয়েও বিএনপির বিজয় অনিবার্য।
তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আমিন শিল্পাঞ্চল শান্তিনগর আবাসিক এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪৩ নং আমিন শিল্পাঞ্চল যুবদল আয়োজিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে। আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি।
আমিন শিল্পাঞ্চল যুবদল নেতা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং যুবদল নেতা আবদুল মন্নানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক মো. আবদুল হাই, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এড. এফ এ সেলিম। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবদুল মান্নান, নগর যুবদল নেতা মাঈন উদ্দিন খান রাজিব, নগর ছাত্রদল নেতা কামরুল কুতুবী, যুবদল নেতা আবদুস শুক্কুর, মো. সেলিম, আবদুল করিম, মো. বাদশা, মো. তাজিম, মো. সবুজ, ছাত্রদল নেতা এন এম হাবিব, যুবদল নেতা মো. লিটন, মো. ইয়াসিন, মো. সাজ্জাদ, মো. রাসেল, মো. রনি, মো. বাছির, আমিন শিল্পাঞ্চল স্বেচ্ছাসেবক দলনেতা জুনাঈদ হোসেন, তাঁতী দল নেতা শাহ আলম, মো. বাবুল, মো. দেলোয়ার, মো. বাবুল (বাবু), মো. হাবিব, নজরুল ইসলাম মনা, মো. ইরফান, মো. আজিজ, নূর ইসলাম, ইয়াকুব সওদাগর প্রমূখ।