পূজায় কোথায় থাকবেন জানালেন জয়া আহসান

পূজায় কোথায় থাকবেন জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও পূজা কাটাবেন কলকাতায়। ঢাকায় নিয়মিত কাজ করলেও দীর্ঘদিন ধরে টালিউডেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। ফলে সীমান্তের এপারের শহরটিও তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অভিনেত্রীর ভাষায়, কলকাতা এখন তার “দ্বিতীয় বাড়ি”।

গত ৭ সেপ্টেম্বর জয়া কলকাতায় পৌঁছান। অংশ নেন এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি।

জয়া বলেন, ‘পূজার সময় কলকাতা আমাকে ভীষণ টানে। এমনিতেই এই শহর এখন আমার সেকেন্ড হোম। তাই পূজায় এখানে থাকতেই বেশি ভালো লাগে। এবারের পূজাও কলকাতায় কাটাব।’

অনুষ্ঠানে তিনি ইনফ্লুয়েন্সারদের অবদান নিয়েও কথা বলেন। তার মতে, ছবির প্রচারণা ও দর্শকদের কাছে পৌঁছে দিতে কনটেন্ট ক্রিয়েটররা বড় ভূমিকা রাখেন। তাদের তৈরি ভিডিও শেষ পর্যন্ত সিনেমার জন্যই ইতিবাচক প্রভাব ফেলে।

বাংলাদেশ ও ভারতের দর্শকপ্রিয় এ তারকা ইতোমধ্যেই অসংখ্য প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। ‘ডিয়ার মা’, ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক ছবিতে তার অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই সমাদৃত হয়েছে। আগামী বছর শুরু হতে যাচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ ছবির শুটিং, যেখানে জয়ার অভিনয় দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email