
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুর দীঘি বাজার এলাকায় ১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল পৌনে ৮ টার দিকে একটি কাভার ভ্যান ও প্রাইভেট কার এর সংঘর্ষে প্রাইভেট কার এ থাকা এক-ই পরিবারের ৬ জন হতাহত হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ কাভার ভ্যান ও প্রাইভেট কারটি এক-ই মুখি ছিলো। সামনে দাড়িয়ে থাকা কাভার ভ্যানটির পিছনে থাকা প্রাইভেট কারটি সামনে থাকা কাভার ভ্যান টির পিছনে সজোরে ধাক্কা খেয়ে ধুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেট কার টিতে থাকা আরোহীদের মধ্যে বাবা-মেয়ে
ঘটনাস্থলেই নিহত হয়। এবং মা-ছেলে, চালক ও অপর একজন সহ ৪ জনকে মারাত্মক আহতাবস্থায় দ্রুত স্থানীয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি দেখা যাওয়ায় ২ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি তাদের নিয়ন্ত্রণে নেয়। এবং লাশ ও তাদের হেফাজতে নিয়ে নেয়া হয় বলে জানা গেছে।
প্রাইভেট কার টিতে থাকা আরোহীরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন বাবা গোলাম সরওয়ার (৪৪) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান। আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), পুত্র আহমেদ ইমতিয়াজ (১০), আত্মীয় সাগর (৩১) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩২)। নিহত এবং আহতরা সবাই ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ বলছেন, প্রাইভেটকারের চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।