
চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করেছে আধুনিক ও আকর্ষণীয় রেস্টুরেন্ট ‘ইকো ডাইন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট’। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সূশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ রুবেল জানান, এখানে দেশি-বিদেশি নানা ধরনের মুখরোচক খাবারের ব্যবস্থা থাকবে। উদ্বোধনী মাস সেপ্টেম্বরজুড়ে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।
কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না ইকোনমিক জোন রোড এলাকায় অবস্থিত এ রেস্টুরেন্টটি আনোয়ারার খাদ্যরসিকদের জন্য নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পড়েছেনঃ ৫৯