কাজলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব

কাজলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব

‘সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কাজল’, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে। এরপর ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে এই অভিনেত্রী জানালেন, সুস্থ আছেন তিনি।

এরআগে সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

কাজল লিখেছেন, “আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।”

উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউঁ! হো গায়া না’ ছবির হাত ধরে প্রথমে বলিউডে যাত্রা শুরু করেন কাজল।

এরপর, ‘থুপাক্কি’-তে তার অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’-তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন।

এছাড়াও, ‘টেম্পার’ এবং ‘বাঘবন্ত কেসারি’-তে তার স্ক্রিন প্রেজেন্স ছিল দুর্দান্ত। শেষ বার তাকে দেখা গিয়েছে ‘কান্নাপ্পা’-তে, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’-এ, যেখানে তিনি মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন।

সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা।

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?”

তবে কাজলের পোস্ট করার পর থেকে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ‘থ্যাংক গড’ লিখে পোস্ট এবং মন্তব্য করতে দেখা যায়। তারা নিজের প্রিয় অভিনেত্রীর মঙ্গলকামণা করে স্বাগতম জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email