
বর্তমান সময়ে সাংবাদিকতা করতে হলে ভিডিও এডিটিং জানতে হবে। এর কোন বিকল্প নেই। বিগত সময়ের খাতা কলমের যুগ এখন নেই। সবকিছু এখন ডিজিটাল হয়ে গেছে। সময়ের অভাবে অনেক সিনিয়র সাংবাদিক ভিডিও এডিটিং কোর্স করতে পারেন নি। এককভাবে এসব কোর্স করাও কঠিন। তাই চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সদস্যদের জন্য ভিডিও এডিটিং কোর্সের উদ্যোগ নিয়েছে। সোমবার চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ভিডিও এডিটিং কোর্স উদ্বোধনকালে কথা বলেন।
ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সপ্তাহ ব্যাপি কোর্সের উদ্বোধনীতে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, ফোরামের নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সজল কান্তি চৌধুরী প্রমুখ। ধন্যবাদ বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি হাসান মুকুল।
পড়েছেনঃ ৩২