ফুসফুস সুস্থ রাখতে ঔষধের চেয়ে ব্যায়ামই উত্তম: মেয়র ডা. শাহাদাত হোসেন

ফুসফুস সুস্থ রাখতে ঔষধের চেয়ে ব্যায়ামই উত্তম: মেয়র ডা. শাহাদাত হোসেন

ফুসফুস সুস্থ রাখতে ঔষধের ওপর নির্ভর না করে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে আয়োজিত পালমানোলজি আপডেট (Pulmonology Update) শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু ঔষধ খেলে ফুসফুস সুস্থ রাখা যায় না। সুস্থ ফুসফুসের জন্য ব্যায়াম, খেলাধুলা, ধূমপান থেকে বিরত থাকা, দূষণ এড়িয়ে চলা এবং সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই। স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে ফুসফুসের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখার উপায়।

মেয়র আরও বলেন, নগরবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা জরুরি। চিকিৎসকদের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আন্দোলনে যুক্ত হতে হবে। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরবাসীর স্বাস্থ্য উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, অধ্যাপক ডা. রাশেদ মীরজাদা, ডা. ইব্রাহীম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শিমুল কুমার ভৌমিক। আরো বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ দিদারুল আলম, ডা. মো. জাকির হোসেন ভূঁইয়া, প্রফেসর ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া, প্রফেসর ডা. শামীম আহমেদ, প্রফেসর ডা. এম. এ. সাত্তার, ডা. মাহমুদুর রশীদ, ডা. জসিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, ডা. আবদুর রব, ডা. গোলাম সরোয়ার লিয়াকত হোসাইন বিদ্যুৎ, ডা. মো. দেলওয়ার হোসাইন, ডা. জিয়াউল করিম, ডা. এ. কে. এম. মহিউদ্দিন। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email