আনোয়ারায় সেনাবাহিনীর হাতে ৩১ রোহিঙ্গা আটক

আনোয়ারায় সেনাবাহিনীর হাতে ৩১ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী পেট্রোল টিম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টানেল সার্ভিস এরিয়া সংলগ্ন দুধকুমরা এলাকা থেকে তাদের আটক করা হয়।এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার গানার আল আমিন।
আটককৃতদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক এবং বাকি অপ্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন মোঃ আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মোঃ করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)। এছাড়া ১৩ বছর বয়সী রেহেনা নামে এক অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুই দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছিল। দালাল ৭টি পরিবার থেকে মোট ৬১,৫০০ টাকা নিয়ে তাদের নৌকাযোগে প্রেরণ করেছিলেন।
আটককৃতদের পরে কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করেছে। নৌবাহিনী উর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email