
শ্রীদেবীর সাড়া জাগানো চলচ্চিত্র ‘চালবাজ’-এ মায়ের চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। আলোচিত এ সিনেমাটি রিমেক হচ্ছে। এর আগে ২০২২ সালে ঘোষণা এসেছিল ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমা আসছে। ওই সময় নায়িকা হিসেবে আসে শ্রদ্ধা কাপুরের নাম।
বলিউড হাঙ্গামা বলছে, জাহ্নবী ‘চালবাজের’ রিমেকে তার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি মাসে। জাহ্নবী বলেছেন, এই সিনেমায় অভিনয় করতে তিনি আগ্রহী, তবে একই সঙ্গে সতর্কও। কারণ আমার কাছে চালবাজ কেবল একটি সিনেমা নয়, এটি একটি আবেগ।
জাহ্নবী চান না, সবাই যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন।
‘চালবাজ’ সিনেমায় শ্রীদেবীকে পাওয়া যায় নম্র স্বভাবের অঞ্জু আর দুরন্ত চরিত্রের মঞ্জুর ভূমিকায়। এবার দেখা যাবে কন্যা জাহ্নবী দর্শকের মন কতটা ভরাতে পারেন।