আনোয়ারায় দুর্গা পূজা নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

আনোয়ারায় দুর্গা পূজা নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দুর্গোৎসব নিয়ে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, প্রকল্প কর্মকর্তা উম্মে খান কাফি, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার বলেন, পূজা উদযাপনে আমাদের সরকারি নির্দেশনা মানতে হবে। সরকারি নির্দেশনা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিষয়টি নিশ্চিত করবে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ে সমন্বয় করে কাজ শুরু করেছে। পূজার জন্য আলাদা সেল খোলা হয়েছে। আশা করছি উৎসব মুখর পূজা উদযাপন হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email