হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প

হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প

সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া তিন শতাধিক ব্যক্তিকে ফ্রি চিকিৎসা ও ঔষধ সরবারহ করেছে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন। বৃহস্পতিবার নগরীর বালুচড়া এলাকার বায়তুল কাদের জামে মসজিদ ঈদগা প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মহৎ উদ্যোগে শত শত দুস্থ ও অসহায় মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পেয়েছেন।
দিনব্যাপী চলা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে উপস্থিতি ছিলেন- ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাইতুল কাদের জামে মসজিদ খতিব মাওলানা কাউছার ফয়েজী, ফাউন্ডেশনের পরিচালক মো. শাহিন পারভেজ, ডা. মাসুদ পারভেজ, ডা. জেসমিন আক্তার, ডা. শারমিন আক্তার, ইসরাত জাহান মুক্তা, মাহবুবা খানম ঊর্মি, মো. হানিফ, মো. ইসহাক, মো. হালিম এবং মো, ফরিদুল আলম বাবলু প্রমুখ ।
দিন ব্যাপী ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদরোগ চিকিৎসক ডা. দাউদ সিদ্দিক, চক্ষু চিকিৎসক ডা. মাসুদ পারভেজ (চক্ষু), শিশু রোগ চিকিৎসক ডা. শারমিন আক্তার এবং গাইনি চিকিৎসক ডা. জেসমিন আক্তার। এছাড়াও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে করম আলি শাহ ব্লাড ফাউন্ডেশন এবং মানব সেবায় হোক আমাদের অহংকার বাংলাদেশ।
প্রসঙ্গত, হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে আসছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- এতিম ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের পাশে দাঁড়ানো, অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসার ব্যবস্থা করা, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো, বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email