
চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাটস্থ পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
নবাগত ছাত্রীদের স্বাগত জানাতে এবং কলেজের নিয়মাবলী সম্পর্কে ধারণা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত পরিচিতিমূলক সেশন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিসেস জারেকা বেগম।
প্রধান অতিথি জি এম আইয়ুব খান তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নতুন একটি জীবনের দ্বারপ্রান্তে এসেছো। কলেজ জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ সময়।
তিনি বলেন, তোমাদের সামনে অনেক সুযোগ আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র পাঠ্যবইয়ের পড়াশোনার উপর নির্ভর না করে, সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও অংশগ্রহণ করো। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তোমাদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করবে।
আইয়ুব খান ছাত্রীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের সন্তানদের শুধু ভালো ফল করার জন্য চাপ না দেন, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেন। তিনি বলেন, মেয়েরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তোমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে এবং নিজেদেরকে সমাজের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মিসেস জারেকা বেগম নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম কানুন ও শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কলেজ তোমাদের জন্য একটি নিরাপদ ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করবে। তবে তোমাদেরকেও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রভাষক ফারুক মোরশেদ, গণিতের সহকারী অধ্যাপক আবু বকর বিন হাশেম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মিসেস ফাতেমা বেগম, ব্যবস্থাপনার প্রভাষক আসমা উল হোসনা। নবাগত ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন আছিয়া ইসলাম ও আয়াজ বিনতে ইসলাম, দ্বিতীয় বর্ষের ছাত্রী তাবাসসুম রশীদ৷
দ্বিতীয় পর্বে ইংরেজির প্রভাষক জিয়া উদ্দিনের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞানের প্রভাষক ফারহানা আজিজ ও জীব বিজ্ঞানের সহকারী অধ্যাপক তাসলিমা শহীদ।