বাঁশখালীর পূর্ব গুণাগরি পার্বতী প্রতিমালয়, তদন্ত কেন্দ্র ও ফাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

বাঁশখালীর পূর্ব গুণাগরি পার্বতী প্রতিমালয়, তদন্ত কেন্দ্র ও ফাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ বাঁশখালী থানার কালিপুর ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডে অবস্থিত পূর্ব গুণাগরি নাথপাড়া পার্বতী প্রতিমালয় পরিদর্শন করেন।

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা নির্মাণের অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থা, ফোর্স উপস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পালাক্রমে স্বেচ্ছাসেবকদের পাহারা দেবার জন্যে জোড়ালোভাবে বলেন।

পুলিশ সুপার বলেন—
“দুর্গা প্রতিমা নির্মাণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে কোন দুষ্কৃতিকারী সুযোগ গ্রহণ করতে না পারে। এ জন্যে জনসাধারণকে সম্পৃক্ত করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি এ সময়ে উপস্থিত প্রতিমা কারিগর, স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পুজা উদযাপন পরিষদের সদস্য ও দায়িত্বরত পুলিশ সদস্যগন পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।

এছাড়াও তিনি আজ রামদাস মুন্সীর হাট তদন্ত কেন্দ্র ও বাহারছড়া পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি মোশারফ আলী মিয়ার বাজারে এক পথসভা করেন।

স্থানীয় জনসাধারণ পুলিশ সুপারের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশের প্রতি তাঁদের আস্থা ও সমর্থনের কথা ব্যক্ত করেন।

পথ সভায় পুলিশ সুপার বলেন,“জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষভাবে নারীদের ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই সমাজের প্রত্যেক মানুষকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে হবে। যেকোনো তথ্য বা সমস্যায় সরাসরি পুলিশকে অবহিত করা উচিত।

এ সময় সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও ফাড়ির ইনচার্জ উপস্থিত ছিলেন।

স্থানীয় জনসাধারণ পুলিশের এ জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email