আনোয়ারায় পূজার নিরাপত্তা জোরদারে পুলিশের মতবিনিময়

আনোয়ারায় পূজার নিরাপত্তা জোরদারে পুলিশের মতবিনিময়

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা করেছে আনোয়ারা থানা পুলিশ। পূজার নিরাপত্তায় প্রথম বারের মত আনোয়ারা থানা পুলিশ ব্যাপকভাবে এই আয়োজন করে। নিরাপত্তা ইস্যু নিয়ে পূজার নিরাপত্তা,  আইনশৃংখলাবাহিনীর পরিকল্পনা নিয়ে পূজা কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে এই আয়োজন করে থানা পুলিশ ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ ওসি মনির হোসেনের সভাপতিত্বে এসআই জ্যোতিষের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা সার্কেল সোহানুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ ধর, পূজা কমিটির নেতা প্রকৃত রঞ্জন ও রাহুল ধরসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, উপজেলা বিএনপির প্রবীন নেতা মাস্টার রফিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম, উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রাটরি নাছির উদ্দীন শাহ, উপজেলা বিএনপি নেতা সরোয়ার, আকতার হোসেন,জামায়াত নেতা সাদ্দাম হোসেন, এনসপি নেতা মাহমুদুল্লাহ মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় পূজা মণ্ডপের প্রতিনিধি ও ইউনিয়ন পূজা কমিটির প্রতিনিধিরা পূজা নিয়ে তাদের পরিকল্পনা ও পরামর্শ প্রদান করেন। পরে প্রধান অতিথি বক্তব্যে এসপি সোহানুর রহমান সোহাগ বলেন, পূজা নিয়ে প্রশাসন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক হয়েছে। সরকারি পরিকল্পনা নেতৃবৃন্দের কাছে পৌছানো হয়েছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গতবার যেভাবে সহযোগিতা করছে এবার সম্মিলিতভাবে আরো বেশি সহযোগিতা করবে। সবার সহযোগিতায় শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে তৎপর রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email