পাইপলাইনে শাহ আমানতে বিমানের জ্বালানি সরবরাহ শুরু

পাইপলাইনে শাহ আমানতে বিমানের জ্বালানি সরবরাহ শুরু

চট্টগ্রাম নগরের পতেঙ্গা গুপ্তখাল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এ-১ জ্বালানি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ৫.৭৭ কিলোমিটারের এই প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক অমিত কুমার বড়ুয়া ।

এর আগে, গুপ্ত খালে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাংকলরি যোগে শাহ আমানত অ্যাভিয়েশন ডিপোতে জেট এ-১ সরবরাহ করা হতো। বিমানবন্দরের দৈনিক চাহিদা দুই লাখ ২৫ হাজার লিটার, বছরে প্রায় ৬৫ হাজার টন। পূর্বে ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহনে বছরে খরচ হতো প্রায় ৮ কোটি টাকা।

নতুন প্রকল্পে ১৭০ কোটি টাকার বিনিয়োগে আট ইঞ্চি ব্যাসের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ইপক্সি কোট ও বাহ্যিক থ্রি এলপিই কোট ব্যবহার করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন সম্ভব। ৩০ বছর মেয়াদি এই প্রকল্প স্ক্যাডা নিয়ন্ত্রিত কনট্রোল ও অটোমেশন সিস্টেমে পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email