
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে আলোচিত সিএনজি চালক রুবেল হত্যা মামলার আসামি বাইল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং ১৪, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়ের হওয়া মামলার তদন্তে অভিযুক্ত লালনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামিয়া পাড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর ওরফে বাইল্ল্যা। তিনি ওই এলাকার মৃত সোনা মিয়া ও শাহজানি বেগমের পুত্র।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টা নাগাদ উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়। সে সিএনজি চালক রুবেল হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে লালানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুবের ওপর হামলার মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া কার্যক্রম শেষে বিকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর নিহত রুবেল বিকেলের দিকে তার স্ত্রী’র বড় ভাইয়ের সিএনজি অটোরিক্সায় জ্বালানী গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হয়। রাত ১টার দিকে কাপ্তাই রাস্তারমাথা থেকে গ্যাস নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় স্থানীয় কয়েকজন তাকে গতিরোধ করে। ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে মোবাইলের দোকানে চুরিকে কেন্দ্র করে রুবেলকে ব্যাপক মারধর করে গফুরসহ মামলার অন্য আসামিরা। মারধরের একপর্যায়ে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে হাত পা বেঁধে রাস্তায় ফেলে আসামিরা চলে যায়। ভোর ৭টার দিকে স্ত্রী কাজলী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাধা অবস্থায় রুবেলের লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরদিন রুবেলের স্ত্রী কাজলী বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত আবদুল গফুর ৩নং আসামি ছিলেন।