জাতি ‘গঠনে বিএনপির ৩১ দফা হলো মূল ভিত্তি-সুশীল বড়ুয়া

জাতি 'গঠনে বিএনপির ৩১ দফা হলো মূল ভিত্তি-সুশীল বড়ুয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘জাতি ‘ ৩১দফা ঘোষণা করেছে। ৩১ দফা বাস্তবায়ন করে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে। বিএনপি প্রতিষ্ঠা করতে চায় রেইনবো নেশন। যাতে সব সম্প্রদায়ের হাতে রাষ্ট্রের মালিকানা যায়।আজ শনিবার ফরাঙ্গিখিল গৌতমমনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক সুশীল বড়ুয়া ভাষনে উপরোক্ত বক্তব্য প্রধান করেন। সভায় স ভাপতিত্ব করেন ভদন্ত প্রিয়ানন্দ মহাস্তবির,বক্তব্য প্রধান করেন – ভদন্ত সুগতপ্রিয় মহাস্তবির,সুমনতিষ্য মহাস্থবির, বিপুলা বংশ মহাস্থবির, শাসনবংশ মহাস্থবির, বিজয়ানন্দ স্থবির, দীপবংশ স্তবির,বোধীজ্ঞান স্তবির,উত্তমানন্দ স্তবির, অন্জন কুমার বড়ুয়া, নাসিমা বেগম, রিটন বড়ুয়া প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email