প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন তিনি। চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার।

এমন খবরের মাঝে এলো তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। সম্প্রতি এক নারী উদ্যোক্তা তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন।

অভিযোগ অনুযায়ী, তিশা ‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড থেকে একটি জামদানি শাড়ি গ্রহণ করেন, যা উপহার হিসেবে পাঠানো হয়েছিল প্রমোশনাল শর্তে। অর্থাৎ শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডটির প্রচার করবেন বলে প্রতিশ্রুতি দেন তিশা। কিন্তু প্রায় দশ মাস কেটে গেলেও তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি বলে দাবি উদ্যোক্তার।

এই অভিযোগের প্রমাণ হিসেবে গণমাধ্যমে এসেছে তিশা ও উদ্যোক্তার কথোপকথনের ভয়েস রেকর্ড এবং ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট।

অভিযোগটি গণমাধ্যমে প্রকাশের পর মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেন তানজিন তিশা।

দেশের পরিচালকরা আমাকে ব্যবহার করতে পারেননি: জয়া
দেশের পরিচালকরা আমাকে ব্যবহার করতে পারেননি: জয়া
বিস্তারিত পড়ুন

সেখানে তিনি লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!’

তিশার এই স্ট্যাটাস প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনেকেই পোস্টটির অর্থ বুঝে উঠতে পারেননি। কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেছেন, সেটিও দর্শকদের কাছে ধোঁয়াশা রয়ে গেছে।

মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্ত-অনুরাগীই জানিয়েছেন, তারা বিষয়টি কিছুই বুঝতে পারেননি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email